Posted in গল্প

ফাতেমা বেগমের উপভোগ

ফাতেমা বেগম আজ ভীষণ ব্যস্ত। চার বছর পর কানাডা থেকে ছেলে এসেছে। ছেলে ঘরে ঢুকেই প্রথমে বলেছে, “মা প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি আলুর ভর্তা বানিয়ে আমাকে ভাত খাইয়ে দাও”। এই কথা শুনেই ফাতেমা বেগমের চোখে পানি এসে যায়। এইটুকুন ছোট ছেলেটা কিভাবে কোন দূর দেশে বাবা-মা ছাড়া থাকতে পারে। তার মনে পড়ে আট বছর আগেকার সময়ের কথা। ছেলে তখন মাত্র ইন্টার পাশ করেছে। এই দেশের কয়েকটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স না পেয়ে গো ধরে বসলো, এই দেশে সে আর থাকবে না। চলে যাবে সাহেবদের দেশে, উন্নত সব পড়ালেখা নাকি সেখানেই হয়। Continue reading “ফাতেমা বেগমের উপভোগ”

Posted in ক্রিকেট, গল্প

ছক্কা | একটি ক্রিকেটিয় ফ্যান্টাসি

six2

১.

বাংলাদেশ হেরে যাওয়ায় সারারাত ছটফট করলাম। অল্পের জন্য বাংলাদেশ হেরে যায়। শেষ বলে লাগতো ৬ রান। ৬ রান নেওয়ার বদলে ব্যাটসম্যান আউট হয়ে যায়। যদি ছয়টা মারতে পারতো, যদি আগেই কোন ব্যাটসম্যান ছয় রান বেশি নিয়ে ফেলতো, ইশশ যদি পারতো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না।
হঠাৎ চোখের সামনে একটি স্টেডিয়াম ভেসে উঠলো। চারদিকে চিৎকার করছে অসংখ্য দর্শক। আমি নিজেকে আবিষ্কার করলাম ক্রীজের উপর। হাতে ব্যাট, মাথায় হেলমেট, পায়ে প্যাড। মাঠের একপাশে বড় স্ক্রীনে বড় বড় করে লেখা, ৬ বলে দরকার ৩৬ রান। Continue reading “ছক্কা | একটি ক্রিকেটিয় ফ্যান্টাসি”

Posted in গল্প, মীর জাফর সিরিজ

আমি জাফর, মীর জাফর …

আমি জাফর, মীর জাফর।

আমার জানা নেই একজন বাবার কিভাবে ইচ্ছা হয় তার ছেলের নাম মীর জাফর রাখার! মায়ের মুখে শুনেছি, আমি যখন গর্ভে ছিলাম তখন বাবা একজন জ্যোতিষীর কাছে জানতে চেয়েছিলেন বাবার সন্তান ছেলে নাকি মেয়ে হবে। জ্যোতিষী বলেছিলেন মেয়ে হবে। বাবা জ্যোতিষীর কথা মনে প্রাণে বিশ্বাস করলেন এবং সবাইকে বলে বেড়াতে লাগলেন তার মেয়ে হবে। তার কিছুদিন পর জ্যোতিষীর কথা মিথ্যা প্রমাণিত করে আমি জন্ম নিলাম। বাবা জ্যোতিষীর উপর প্রচণ্ড ক্ষেপে গেলেন, বাবা জ্যোতিষিকে খোঁজা শুরু করলেন কিন্তু ততোদিনে জ্যোতিষী পগার পার! বাবার মনে ধারনা জন্মালো জ্যোতিষী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বাবা জ্যোতিষীর উপর মনের ক্ষোভ ঝাড়তে না পেরে ঝেড়েছেন আমার উপর, আমার নাম রেখে দিলেন মীর জাফর। পরিবারের সবাই বাবাকে অনেক বুঝানোর চেষ্টা করেছিলো কিন্তু বাবা ছিলেন তার সিদ্ধান্তে অটল। Continue reading “আমি জাফর, মীর জাফর …”